দেশজুড়ে

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রস্তুত বাংলাদেশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।

তিনি বলেন, সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে পারে। এরই অংশ হিসেবে বুধবার প্রত্যাবাসনের তালিকায় নাম থাকা আরো ২১৪টি পরিবারের মতামত নেয়া হয়েছে। এ নিয়ে দুই দিনে ২৩৫ পরিবারের মতামত নেয়া হলো।

মোহাম্মদ আবুল কালাম বলেন, বৃহস্পতিবার সকালে ৫টি বাস, ৩টি ট্রাক প্রস্তুত রাখা হবে। টেকনাফের নয়াপাড়া, শালবন এলাকা থাকবে এসব যানবাহন। সকালে যারা স্বেচ্ছায় গাড়িতে উঠবে মুলত তাদের প্রত্যাবাসন করা হবে।

তিনি বলেন, ‘‘আমরা এই পর্যন্ত যে সকল রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি, তারা প্রত্যেকে স্বেচ্ছায় নিজ উদ্যোগে সঙ্গে কথা বলতে এসেছে। এতে কাউকে জোর করে আনা হয়নি। এসব পরিবারে পরিবারের সংখ্যা, তাদের শর্তসমুহসহ বিভিন্ন তথ্য নিয়ে ডাটাবেজ প্রস্তুত করা হচ্ছে এবং রাতের মধ্যেই তালিকা প্রস্তুত করা হবে।’’

তিনি আরও বলেন, প্রত্যাবাসনের প্রস্তুতি হিসাবে টেকনাফের নয়াপাড়া থেকে উখিয়া হয়ে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম এলাকা পর্যন্ত নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ জন্য পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃংখলা বাহিনীদের প্রস্তুত রাখা হয়েছে।

কতজন রোহিঙ্গা প্রত্যাবাসন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘যে সকল রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা হবে, তাদের পুরো ডাটাবেজ তৈরির কাজ চলছে। রাতে এটি সম্পন্ন হবে। এটি সম্পন্ন হলে সকালে বিষয়টি পরিষ্কার করে জানা যাবে।’’

Related Articles

Leave a Reply

Close
Close