খেলাধুলা

বিসিবির বোর্ড মিটিং শনিবার

ঢাকা অর্থনীতি ডেস্ক: জরুরী সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল শনিবার (৯ই মার্চ) দুপুর ১২টায় শুরু হবে এই সভা।

শুক্রবার (৮ই মার্চ) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।

বিসিবির এই জরুরী সভায় বোর্ডের ২৫ পরিচালকের সঙ্গে উপস্থিত থাকবেন সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

২০২২ সালের জুনে বিসিবির সর্বশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয়। প্রায় ২০ মাস পর আরেক বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সভার প্রধান এজেন্ডা থাকবে, আসন্ন এজিএম নিয়ে পরিকল্পনা করা। এজিএম হওয়ার আগে কিছু বিষয় বোর্ডে পাশ করাতে হয়, মূলত সে কারণেই বিসিবির এ সভা।

এ ছাড়া পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম ও টি-২০ বিশ্বকাপের পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে এই বোর্ড সভায়।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close