দেশজুড়েপ্রধান শিরোনাম

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনার জোয়ারে ২০ গ্রাম প্লাবিত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মেঘনা নদীর জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার তিনটি ইউপির প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে এ পানি বাড়তে শুরু করে। এতে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। ভেসে গেছে শত পুকুরের মাছ। ডুবে গেছে কৃষকের ফসল। তবে শুক্রবার সকাল থেকে কিছু কিছু এলাকায় পানি কমতে শুরু করে।

উপজেলার উত্তর চরবংশী, দক্ষিণ চরবংশী ও চরআবাবিল ইউপির খাসেরহাট, চরলক্ষ্মী, চরবংশী, চরভৈরবী, হাজীমারা, চর কাচিয়া, জালিয়ার চর, কুচিয়ামোড়া, চর ঘাশিয়া, টুনুর চরসহ ২০টি গ্রামে এ পানি ঢোকে। জোয়ারের কারণে বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাটে হাঁটু পরিমাণ পানি রয়েছে। আবার কোথাও কোথাও কোমর পরিমাণ পানি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

স্থানীয়রা জানায়, বিগত ১০০ বছরেও এত পানি বাড়েনি। নদীর সাধারণ জোয়ারের স্তরের তুলনায় তিন ফুটের অধিক পানি বেড়েছে। ভেসে গেছে গো-খাদ্য, মাছ, ক্ষেতের সবজিসহ অন্যান্য জিনিস।

হাজীমারা গ্রামের এক বাসীন্দা বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে হঠাৎ জোয়ারের গতি বেড়ে যায়। বিগত তিন পুরুষেও আমার উঠোনে এত পানি হয়নি। উঠান ডুবে ঘর ছুঁই ছুঁই।

রায়পুরের ইউএনও সাবরীন চৌধুরী বলেন, প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এর আগে ৫ আগস্ট জোয়ারে প্লাবিত এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close