দেশজুড়েপ্রধান শিরোনাম

লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ লক্ষ্মীপুর নির্মাণাধীন সেপটিক ট্যাংকিতে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের হোগলডহুরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন, ওমর ফারুক ও কামাল হোসেন। গুরুতর অসুস্থরা হলেন, ইউসুফ চৌধুরী ও সোহাগ হোসেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ইউসুফ চৌধুরীর নিজ বাসায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকির সেন্টারিংয়ের মালামাল খুলতে যায় শ্রমিকরা। এ সময় সেপটিক ট্যাংকির ভেতরে প্রথমে কামাল উদ্দিন নেমে আর ওপরে উঠেনি। তারপর তাকে দেখতে নামেন অপর শ্রমিক ওমর ফারুক। সেও না উঠায় সোহাগ ও ইউসুফ চৌধুরী তাদের দেখতে ট্যাংকিতে নামার সময় তারা দুইজনই অসুস্থ হয়ে পড়েন। এরপর স্থানীয়রা তাদের দুইজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ট্যাংকি ভেঙে ট্যাংকির ভেতর থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াসি আজাদ জানান, ট্যাংকিতে বিষাক্ত গ্যাসের কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়। আহত অপর দুই জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) মো. মোসলেহ উদ্দিন জানান, নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close