দেশজুড়েপ্রধান শিরোনাম

লক্ষ্মীপুর-২ আসনে এমপি হলেন আ.লীগের নয়ন

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বেসরকারিভাবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩৬ কেন্দ্রে ভোটগ্রহণ চলে। এতে আওয়ামী লীগের প্রার্থী এক লাখ ২২ হাজার ৫৪৭ ভোট ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শেখ ফায়েজ উল্যাহ শিপন (লাঙল) পেয়েছেন এক হাজার ৮৮৬ ভোট।

নয়ন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিপন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য।

উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন শেষ হয়েছে। বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। জাতীয় পার্টি প্রার্থী শিপন জামানত হারিয়েছেন।

প্রসঙ্গত, নির্বাচনে গৃহীত ভোটের আট ভাগের একভাগ ভোট না পেলে প্রার্থী জামানত হারান বলে গণ্য হন। সেই হিসেবে জাপা প্রার্থী শিপন এক হাজার ৮৮৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close