আশুলিয়াস্থানীয় সংবাদ

চুরির অভিযোগে গ্রেপ্তার; আশুলিয়ার স্বেচ্ছাসেবকলীগ নেতাকে জুলহাসকে দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:  মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়া  আশুলিয়ায়র পাথালীয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি   জাহাঙ্গীর আলম জুলহাস দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল্লাহ্ মুন্সী।

এর আগে সন্ধ্যায় আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল্লাহ্ মুন্সী ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোল্লা স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃত জুলহাস পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকার আজিজ পাগলার ছেলে। তিনি একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

নোটিশে দেওয়া তথ্যমতে, সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন ও স্বার্থের পরিপন্থী কর্মকান্ডে সম্পৃক্ত এবং শৃংখলা ভঙ্গের অভিযোগে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের যৌথ আলোচনায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

এর আগে মোটরসাইকেল চুরি কর্মকাণ্ডের সাথে জড়িত সন্দেহে বুধবার (০৮ জুলাই) ভোরে পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকা থেকে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা সদর থানা পুলিশ।

Related Articles

Leave a Reply

Close
Close