দেশজুড়ে

অটোরিকশা-পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজনের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বগুড়ার নন্দীগ্রামে অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন।

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে অটোরিকশা চালক হেফজুল ইসলাম, ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে বগুড়া শহর দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় নাটোরগামী পিকআপের সঙ্গে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা পিকআপের চালক-হেলপারসহ আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরো জানান, অটোরিকশা এবং পিকআপ পুলিশ হেফাজতে আছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close