দেশজুড়েপ্রধান শিরোনাম

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহতঃ মানবপাচারের মামলায় নারী গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ লিবিয়ায় গুলিতে নিহত ২৬ বাংলাদেশির মধ্যে মাদারীপুরে ১১ জন নিহতের ঘটনায় মানবপাচার আইনে আলাদা দুটি মামলা করা হয়েছে। রোববার রাতে সদর মডেল থানা ও রাজৈর থানায় মানবপাচার আইনে মামলা দুটি করা হয়।

পুলিশ জানায়, লিবিয়ার গুলিতে নিহত জুয়েলের বাবা রাজ্জাক হাওলাদার বাদী হয়ে দালাল জুলহাস সরদারসহ ৪ জনকে আসামি করে রাজৈর থানায় মানবপাচার আইনে মামলার করেন। অপরদিকে সদর মডেল থানায় নিহত শামীমের বাবা হালিম হাওলাদার বাদী হয়ে আরেকটি মামলা করেন। মামলায় আসামি করা হয় সদর উপজেলার মধ্য হাউসদী এলাকার নজরুল মোল্লার স্ত্রী দিনা বেগম (২৫), একই এলাকার মৃত রশিদ মোল্লার ছেলে নজরুল মোল্লা (৩৫) ও রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকার শাহাদাৎ হোসেনকে।

পরে অভিযান চালিয়ে সোমবার ভোরে প্রধান আসামি দিনা বেগমে গ্রেফতার করে পুলিশ। মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, মানবপাচার চক্রের প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close