বিশ্বজুড়ে

শরণার্থীশিবিরের মসজিদে ইসরায়েলের বিমান হামলা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ অধিকৃত পশ্চিম তীরের একটি শরণার্থীশিবিরে বিমান হামলার ঘটনা ঘটেছে। রবিবার ভোরের দিকে ইসরায়েলি বিমান হামলাটি চালানো হয় শরণার্থীশিবিরের একটি মসজিদে। ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় অন্তত একজন নিহত হয়েছেন।

তবে ফিলিস্তিনি চিকিৎসকদের বরাত দিয়ে ডয়চে ভেলে জানিয়েছে, এ হামলায় অন্তত দুজন ফিলিস্তিনি নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

আর ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট অ্যাম্বুল্যান্স সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেনিন নামের ওই শরণার্থীশিবির। এখানকার আল-আনসার মসজিদের পাশে হামলা চালানো হয়েছে। চলতি বছরের শুরুতে ইসরায়েলের বড় ধরনের সামরিক অভিযানের কেন্দ্রবিন্দু ছিল জেনিন।
ইসরায়েলের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পরিকল্পনাকারী হামাস ও ইসলামিক জিহাদের ‘সন্ত্রাসী সদস্যরা’ রবিবার ভোরে বিমান হামলায় নিহত হয়েছেন।

আল-আনসার মসজিদটি ‘সন্ত্রাসীরা’ হামলার পরিকল্পনা করার জন্য একটি কমান্ড সেন্টার এবং মৃত্যুদণ্ড কার্যকর করার ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল।

রবিবার আলজাজিরার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলার পর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি বোমা হামলায় অন্তত চার হাজার ৩৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Close
Close