দেশজুড়ে

শরীয়তপুরে আইসোলেশনে যুবকের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্ক:করোনা ভাইরাস সন্দেহে শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি এক যুবকের (৩৪) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। ওই যুবক নড়িয়া উপজেলার বাসিন্দা ছিলেন। ওই ব্যক্তির মৃত্যুর পর আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মুনির আহমেদ জানান, ওই যুবকের যক্ষ্মা ছিল। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছিলেন। যেহেতু শ্বাসকষ্ট, জ্বর ও কাশি ছিল। তাই করোনা ভাইরাস থাকতে পারে এমন ধারণা করে তাকে আইসোলেশনে রাখা হয়। ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে তিনি মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান।

তিনি আরও জানান, তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হবে। এছাড়া ডব্লিউএইচও এর নিয়ম অনুযায়ী দাফন করা হবে।

এ ব্যাপারে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম জানান, ওই যুবক নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তিনি একজন শ্রমিক। দীর্ঘদিন ধরে যক্ষ্মা রোগে ভুগছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close