কৃষিশিল্প-বানিজ্য

শসার দাম পাচ্ছে না কৃষক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জয়পুরহাটে এবার শসার ব্যাপক চাষ হলেও টানা দরপতনে দিশেহারা কৃষকরা। মৌসুমের শুরুতে দাম বেশি থাকলেও আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করেছে।
জয়পুরহাটে জেলায় এবার তিন’শ হেক্টর জমিতে শসা চাষ হয়েছে। এখানকার শসা প্রতিদিন ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

কৃষি বিভাগের সার্বিক তদারকি এবং অনুকুল পরিবেশ ও লাভজনক হওয়ায় জয়পুরহাট জেলায় শসা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

এবার মৌসুমের শুরুতে প্রতি মণ শসা নয়শ’ থেকে হাজার টাকা মণ বিক্রি হয়েছিলো বলে জানায় শসা চাষীরা। তবে পুরোদমে ফলন উঠতে শুরু করায় এখন দাম কমতে শুরু করেছে।

জেলার একমাত্র শসার হাট সদর উপজেলার গোপালপুর বাজারে এখন প্রতি মণ শসা বিক্রি হচ্ছে তিনশ’ থেকে চারশ’ টাকায়। এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন কৃষকরা।

জেলার একমাত্র এই শসার হাটের নানা সমস্যা নিয়ে অভিযোগ রয়েছে ইজারাদারেরও।

গোপালপুর বাজারের হাট ইজারাদার রুবেল হোসেন বলেন, “অনেক সমস্যা রয়েছে এই হাটে তাই ব্যাপারীরা এখানে আসতে চান না। শেড নেই, একটু বৃষ্টি হলে কাদাপানি সৃষ্টি হয়। সেই কারণে আমাদের অনেক মাটি ঢালতে হয়। ড্রেনেজ ব্যবস্থারও সমস্যা রয়েছে।”

এ অবস্থায় ধানের মতো শসাতেও লোকসানের আশঙ্কা করছেন শসা চাষিরা।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close