স্বাস্থ্য

শারীরিক সম্পর্কের সময় মাস্ক ব্যবহারের পরামর্শ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণ এড়াতে শারীরিক সম্পর্কের সময় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন কানাডার চিফ মেডিকেল অফিসার। পাশাপাশি চলমান মহামারিতে স্বমেহনের পরামর্শও দেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন ড. থেরেসা টাম।

তিনি বলেন, বীর্যের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা খুব সামান্য হলেও নতুন সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে চুম্বনের মতো কার্যকলাপের ফলে সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়।

ড. থেরেসার মতে, “কোভিড-১৯ মহামারির সময়ে আপনি সংক্রমণ এড়াতে ও ভাইরাস ছড়ানো রোধে আপনি কিছু বিধি-নিষেধ মেনে চলতে পারেন।”

“চুম্বন পরিহার করুন, মুখোমুখি অবস্থান থেকে দূরে থাকার পাশাপাশি মুখ ও নাক আবৃত করে এমন মাস্ক ব্যবহার করুন। সেইসঙ্গে নিজের ও সঙ্গীর প্রতি খেয়াল করে দেখুন কোনো লক্ষণ দেখা যায় কিনা।”

তিনি আরও বলেন, “কোভিড-১৯ এর এই সময়ে সবচেয়ে কম ঝুঁকি হলো নিজেই নিজেকে পরিতৃপ্ত করার ক্ষেত্রে।”

প্রসঙ্গত, ১ সেপ্টেম্বর পর্যন্ত কানাডায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ২৯ হাজার ৪২৫ জনের শরীরে এবং মারা গেছেন ৯ হাজার ১৩২ জন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close