বিনোদন

শাহরুখের বাড়ির দরজায় হীরার নামফলক

ঢাকা অর্থনীতি ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খান নিজের পায়ের তলার মাটি শক্ত করার সেই লড়াইয়ের দিনগুলোতেই একবার বান্দ্রার মান্নাতের সামনে দাঁড়িয়ে বলেছিলেন একদিন “এই প্রাসাদ আমি কিনে নেব”। নিজের সেই স্বপ্নকে পরবর্তী জীবনে সত্যি করে দেখিয়েছেন শাহরুখ।

এখন মুম্বইতে আসা যেকোনো মানুষের অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে মান্নাত।

মান্নাতের সামনে দাঁড়িয়ে সেলফি না নিলে তরুণ প্রজন্মের মুম্বাই ভ্রমণ অসমাপ্ত থেকে যায়। শুধু তাই নয় কিংখানের জন্মদিনে গোটা দেশের লাইম লাইটে থাকে এই মান্নাত।

এবার বদলে গেল সেই মান্নাতের নেমপ্লেট। সেই সঙ্গে বদলে গেছে মান্নাতের মূল ফটকের দরজাও। এই নতুন দরজা ও নেমপ্লেটের ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে।

ছবিতে দেখা গেছে মান্নাতের মূল ফটকে ঢোকার একদিকে হীরা খচিত পাতের ওপর ইংরেজি হরফে লেখা আছে মান্নাত এবং ওপর দিকে আরও একটি হীরা খচিত পাতের উপর একই ভাবে ইংরেজি হরফে লেখা আছে “ল্যান্ডস এন্ড” অর্থাৎ “পথের শেষ”। হীরে দিয়ে তৈরি এই নেমপ্লেটের মাঝে জলে উঠবে এলইডি লাইট।

জানা গেছে, নতুন এই নেমপ্লেট তৈরি করতে খরচ হয়েছে ৩৫ লক্ষ রুপি। শাহরুখ পত্নী গৌরি খান এই নেমপ্লেটটি ডিজাইন করেন। মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, কিংখানের বাড়িতে গৃহকর্ত্রী গৌরীই যেকোনো বিষয়ে শেষ সিদ্ধান্ত নেন। এবং গৌরীর কথাই সকলে বিনা বাক্য ব্যয়ে মেনে নেন।

Related Articles

Leave a Reply

Close
Close