শিক্ষা-সাহিত্য

শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: পরিকল্পনামন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘শিক্ষার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করছে বর্তমান সরকার। একটি আধুনিক, গণতান্ত্রিক, উন্নত ও বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে শিক্ষা নিয়ে আমাদের আরও বেশি কাজ করতে হবে। এ জন্য শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে, বেশি বেশি পরিশ্রম করতে হবে।’

শনিবার (৮ জুন) সুনামগঞ্জ জেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আয়োজিত আলোচনা, শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, ‘শিক্ষার্থীদের উদার, আধুনিক, বিজ্ঞানমনষ্ক, খোলা মনের মানুষ হতে হবে। আমরা বাঙালি এই পরিচয় আমাদের গর্ব, এই পরিচয়ে সবাইকে দাঁড়াতে হবে।’

সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। এ ছাড়াও বক্তব্য দেন সুনামগঞ্জের সিভিল সার্জন আশুতোষ দাশ, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Close
Close