দেশজুড়ে

শিশুদের ওপর বই-পরীক্ষার চাপ কমানোর তাগিদ প্রধানমন্ত্রীর

ঢাকা অর্থনীতি ডেস্কঃ শিশুদের ওপর থেকে বই আর পরীক্ষার চাপ কমানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এমন তাগিদ দেন তিনি।

সভায় ৪ হাজার ৬১১ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এরমধ্যে সাভার চামড়া শিল্প নগরী প্রকল্পের মেয়াদ ২০২০ এর জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে নির্মাণ ব্যয় বাড়েনি।

এছাড়া ২৬৭ কোটি টাকা ব্যয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর আওতায় এক লাখ ড্রাইভারকে প্রশিক্ষণ দেবে সরকার। সেইসাথে সৌদি আরবে চাকরির ব্যবস্থা করে দেয়া হবে।

প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি অর্থায়ন ৪ হাজার ৩৬৬ কোটি ১২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন হবে ২৪৫ কোটি ৫০ লাখ টাকা।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, সভায় সাভার চামড়া শিল্পনগরীর পাশে বাই প্রোডাক্ট শিল্পের জন্য জায়গা দেয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close