দেশজুড়েপ্রধান শিরোনাম

শিশু ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হাইকোর্টের রুল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে ধর্ষণের শিকার শিশু ও নারীদের সহায়তা দিতে একটি কমিশন গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

আজ রবিবার ধর্ষণের মামলা বিচার করার জন্য আলাদা কোর্ট গঠনের নির্দেশও দেন হাইকোর্ট। এছাড়া সারা দেশে ওয়ানস্টপ সার্ভিস কেন চালু করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন আদালত। ব্যারিস্টার রাবেয়া ভুঁইয়ার করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল ও নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। ধর্ষণকারীদের ক্রয়ফায়ারে দেয়ার বিষয়ে সংসদে আলোচনা করা ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন আলাদত।

এছাড়াও, ধর্ষণ থেকে বাঁচতে শিশু, শিক্ষার্থী ও নারীদের রক্ষায় অ্যান্টি রেপ সিকিউরিটি অ্যালার্ম কার্যকরে সরকারকে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close