দেশজুড়েপ্রধান শিরোনাম

শুভ জন্মাষ্টমী আজ

ঢাকা অর্থনীতি ডেস্ক:  শুভ জন্মাষ্টমী আজ। এ উপলক্ষে রাজধানীর খামারবাড়ি এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার (২৩ আগস্ট) সকালে খামারবাড়ি থেকে র‌্যালিটি শুরু হয়ে মানিকমিয়া এভিনিউ হয়ে আবার খামারবাড়িতে এসে শেষ হয়।

পঞ্জিকা অনুসারে, সৌর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্য হলে জন্মাষ্টমী উদযাপন করা হয়। দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এ দিনটি পালন করে হিন্দু সম্প্রদায়।
শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি দিনটি উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে দুদিনব্যাপী কর্মসূচি পালন করবে।
বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত হবে জন্মাষ্টমীর প্রধান শোভাযাত্রা। এটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শেষ হবে পুরান ঢাকা বাহাদুর শাহ পার্কে গিয়ে।

Related Articles

Leave a Reply

Close
Close