বিশ্বজুড়ে

যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সাথে আলোচনায় বসবে: ট্রাম্প

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া ডুবোজাহাজ থেকে একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরীক্ষা চালানো সত্বেও দেশটির সাথে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার পর্যন্ত তিনি এই নিক্ষেপ সম্পর্কে নিশ্চুপ থাকার পরে সাংবাদিকদের বলেন, “দেখা যাক কী হয়। ওরা কথা বলতে চাইছে, তাই আমরা ওদের সাথে কথা বলবো। দেখা যাক কী হয়”।

উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম জানায় দেশটি বুধবার জাপান সাগরে পুকগুকসং-থ্রি নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ঐ খবরে বলা হয় পরীক্ষাটি উত্তর কোরিয়ার প্রতিরক্ষা ক্ষমতাকে জোরদার করে তুলেছে এবং হুমকি মোকাবেলার শক্তি অর্জনে দেশটিকে উঠিয়ে নিয়ে গিয়েছে এক নতুন স্তরে।

উত্তর কোরিয়া আরও ১০টি পরীক্ষামূলক নিক্ষেপ চালিয়েছে মে মাসের পর থেকে যার মধ্যে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষায়ও অন্তর্ভূক্ত।

 

/আরকে

Related Articles

Leave a Reply

Close
Close