প্রধান শিরোনামবিশ্বজুড়ে

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেপালের প্রধানমন্ত্রী বহিষ্কার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে নিজ দল কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। বিরোধীপক্ষ ওলির সদস্যপদ বাতিল করার হুমকি দেয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তা বাস্তবায়ন করা হল।

নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোষ্ট জানিয়েছে, পার্লামেন্ট ভেঙে দেয়ার জেরে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ওলিকে গতকাল রোববার দলের ক্ষমতাসীন গোষ্ঠী বহিষ্কার করেছে। ওলি আর দলের সদস্য নন।

তিন বছর আগে নির্বাচনে জয়লাভ করে নেপালে এনসিপি ও প্রাক্তন মাওবাদী বিপ্লবীদের জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হন ওলি। পূর্ব শর্ত অনুযায়ী শাসনকালের পাঁচ বছরের মেয়াদ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন ওলি এবং বিপ্লবী নেতাপুষ্প কুমার দহল ওরফে প্রচণ্ড।

তবে সেই শর্ত উপেক্ষা করে নির্দিষ্ট সময়ে প্রচণ্ডের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করেন ওলি। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে চরম মতবিরোধ দেখা দেয়।

ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও এনেছেন প্রাক্তন মাওবাদী বিপ্লবীরা। এছাড়া করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতা নিয়েও সরব হয়েছে বিরোধীগোষ্ঠী।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close