দেশজুড়ে

দিনাজপুরে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা আহত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দিনাজপুরে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মোর্শেদুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার বাবা নেজামুল ইসলাম টুকু (৬০)। তাকে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমাবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের কসবা খামার ঝাড়বাড়ী এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

হতাহতরা সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের কসবা খামার ঝাড়বাড়ী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবা নেজামুল ইসলাম টুকু ও ছেলে মোর্শেদুল ইসলাম বাড়ির পাশে নিজেদের ধানক্ষেতে কাজ করছিলেন। দুপুর ১টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মোর্শেদুল মারা যান। এ সময় তার বাবা নেজামুল ইসলাম টুকুর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক ওয়াহেদুল হক জানান।

দিনাজপুরের কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Close
Close