দেশজুড়ে

শৈলকূপায় ৩ বিঘা ক্ষেতের সবজি নষ্ট করলো প্রতিপক্ষ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঝিনাইদহে দু’দল গ্রামবাসীর বিরোধের জেরে কৃষকদের ক্ষেতের সবজি-ফসল কেটে নেয়া হয়েছে।

সোমবার(১১ নভেম্বর) ভোরে, জেলার শৈলকুপা উপজেলার আনিপুর গ্রামে প্রকাশ্যে এ ঘটনা ঘটেছে।

শত্রুতাবশত পাঁচজন কৃষকের ৩ বিঘারও বেশি জমির শীত মৌসুমের ফলন্ত কপিক্ষেত কেটে ফেলা হয়েছে। এছাড়াও, কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে।

এদিকে, নতুন করে আর কোন সবজি বা ফসলের ক্ষতি ঠেকাতে গ্রামটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সবজিক্ষেত বিনষ্ট করায় এখন পথে বসেছেন ৫ জন প্রান্তিক চাষী।

শৈলকুপার আনিপুর গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক আজিজুল মন্ডল, আলম, কালাম, সাইদ, জাহাঙ্গীর জানান গ্রামে দীর্ঘদিন ধরে কয়েকটি সামাজিক দলের মধ্যে বিরোধ চলে আসছে। দবির-খলিল খাঁ গ্রুপ এবং তালেব মণ্ডল গ্রুপের মধ্যে সামাজিক দল পরিবর্তন নিয়ে বেশকিছু দিন ধরে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করে আসছে। এসবের জের ধরে দবির ও খলিল খাঁর নেতৃত্বে হায়দার, ফরিদ, আতিয়ার, জাকারিয়াসহ কয়েক ব্যক্তি প্রকাশ্যে কপিক্ষেত ও কলা ক্ষেত কেটে দিয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বজলুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি। তবে, নতুন করে কোন অঘটন এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close