বিশ্বজুড়ে

বন্যার প্রতিবেদনের জন্য গলাপানিতে নামলো সাংবাদিক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পাকিস্তানের পাঞ্জাবপ্রদেশে ভয়াবহ বন্যায় ভেসে গেছে প্রত্যন্ত অঞ্চল। বিপুল ক্ষতির মুখে কৃষকরা।

কিন্তু পরিস্থিতি কতটা ভয়াবহ তা দর্শকদের বোঝাতে গলাপানিতে নেমে লাইভ রিপোর্ট করেন আজাদার হুসেন নামে পাকিস্তানি এক সাংবাদিক। খবর জিনিউজের।

প্রাকৃতিক বিপর্যয়ের মুখে জীবনবাজি রেখে খবর সংগ্রহ হামেশাই করে থাকেন সাংবাদিকরা। খবরের সত্যতা তুলে ধরতে দুবার ভাবেন না জীবনের কথা।

এমন একাধিক নজির আমরা দেখেছি। তাই বলে গলাপানিতে নেমে…। হ্যাঁ, বন্যার লাইভ রিপোর্টিং করতে গিয়ে অভিনব পন্থা বেছে নিলেন ওই পাক সাংবাদিক।

পানির ওপরে শুধু রিপোর্টারের মাথা আর বুম। ওই অবস্থায় তিনি তুলে ধরলেন সিন্ধু নদের পানি কতটা বিপদসীমার ওপর দিয়ে বইছে।

ওই পাক সাংবাদিকের রিপোর্টং দেখে তাজ্জব বনে গেছে সোশ্যাল মিডিয়া। তার সাহসকিতায় মুগ্ধ নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ। কেউ বা মসকরা করে বলেছেন, একেই বলে খবরের গভীরে গিয়ে রিপোর্টিং করা।

Related Articles

Leave a Reply

Close
Close