বিশ্বজুড়ে

ফিলিপাইনে কামমুড়ির আঘাতে নিহত ৪

ঢাকা অর্থনীতি ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শক্তিশালী টাইফুন কামমুড়ির আঘাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে চারজন। আহত হয়েছেন শতাধিক।

টাইফুনের প্রভাবে মঙ্গলবার (৩ ডিসেম্বর) থেকে ভারী বৃষ্টিপাতসহ ঘণ্টায় ২২০ থেকে ১৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে। খবর এএফপি ও সিএসএনের।

তীব্র ঝড়ো বাতাসের ফলে নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয় ম্যানিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ৫ শতাধিক ফ্লাইট। পরবর্তী ১২ ঘণ্টার জন্য বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।

প্রচণ্ড ঝড়ে গাছপালা ভেঙে বেশ কয়েকটি ঘরের ওপর পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ ছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

এখনও ক্ষতির পরিমাণ জানা যায়নি। কিছু জায়গায় পানির উচ্চতা বাসার ছাদ পর্যন্ত উঠেছে। বহু গাছপালা উপড়ে গেছে এবং বিদ্যুৎব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের কর্মকর্তা লুইসিতো মেনডোজা বলেন, আমরা এখনও ক্ষতির বিষয়টি পর্যালোচনা করছি। তবে ঝড়ের প্রভাব ছিল মারাত্মক। এমনকি এক জায়গায় ঘরবাড়ির ছাদ পর্যন্ত পানি উঠে গেছে। উদ্ধারকর্মীরাও ঝড়ে ভেঙেপড়া গ্লাসের আঘাত পেয়েছে। বাতাসের তীব্রতায় বহু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে।

/এনএএইচ

Related Articles

Leave a Reply

Close
Close