তথ্যপ্রযুক্তিশিক্ষা-সাহিত্য

সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যুক্ত হচ্ছে ‘ডট বিডি’ ও ‘ডট বাংলা’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশের ৩০ হাজার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে রাষ্ট্রীয় ডোমেইন (টপ লেভেল কান্ট্রি ডোমেইন) ডট বিডি ও ডট বাংলা ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার।

গত জুলাই মাসে দুটি পত্রের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। যদিও ২০১৫ সালে শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে দেশের প্রায় ৩০ হাজার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরির নির্দেশনা দেওয়া হয় এবং সেইমতে ওয়েবসাইট তৈরিও হয়। সে সময় ডট ইডিইউ ডট বিডি ডোমেইন ব্যবহার করা হয়েছিল।

সম্প্রতি ডট বিডি ও ডট বাংলা ডোমেইন ব্যবহারের জন্য দেশের সব জেলা ও উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে স্কুলগুলোতে নির্দেশনা পাঠায় বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ডট বাংলা ও ডট বিডি ডোমেইন প্রমোশন সেলের কেন্দ্রীয় কমিটি।

গত ১০ জুলাই কমিটির সদস্য সচিব এসএম আলমগীর হোসেন স্বাক্ষরিত চিঠি দেশের সব জেলা শিক্ষা অফিসার বরাবর পাঠানো হয়।

এরআগে, শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের গত স্মারক উল্লেখ করে ১ জুলাই জেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে অতি জরুরি নির্দেশনা হিসেবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ডট বাংলা ও ডট বিডি ব্যবহারের নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ডিজিটাল বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে ওয়েব জগতে বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি ও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে বাংলা ও ডট বিডি ডোমেইন ও হোস্টিং বাধ্যতামূলকভাবে নিবন্ধন বা নবায়নের মাধ্যমে ডায়নামিক ওয়েবসাইট তৈরি ও চলমান রাখতে বলা হয়।

নির্দেশনায় ডায়নামিক ওয়েবসাইট তৈরির পর তা জাতীয় তথ্য বাতায়নে সংযুক্ত বা হালনাগাদ করারও কথা বলা হয়েছে। ওয়েবসাইট ডায়নামিক হলে শিক্ষক ও শিক্ষার্থী হাজিরা এবং মার্কশিটও সাইটে রাখা যাবে। এ প্রক্রিয়ায় দাফতরিক ও অন্যান্য কাজে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, ডট বিডি ও ডট বাংলা রাষ্ট্রীয় ডোমেইন। এই ডোমেইন সংশ্লিষ্ট দেশের জাতীয় পতাকা বহন করে। ওয়েব দুনিয়ার কোনও সাইটে সংশ্লিষ্ট দেশের ডোমেইন জুড়ে দিলে ওই ওয়েবসাইটগুলো দেশের পতাকা বহন করে। ফলে ভিজিটররা সহজেই দেশটি চিনতে পারে। অন্যদিকে ডট বাংলা হলো দেশের টপ লেভেল কান্ট্রি ডোমেইন। এই ডোমেইন ব্যবহার করলে সাইটের নাম বাংলায় লিখতে হয়। বাংলায় লিখলে সাইটটি বাংলায় দেখায়।

Related Articles

Leave a Reply

Close
Close