দেশজুড়ে

সরকারি কর্মকর্তাদের কী নামে ডাকবেন, জানতে চেয়ে আবেদন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নাগরিকরা কী নামে ডাকবেন- তা জানতে চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেছেন সালেহীন চৌধুরী নামের এক উন্নয়নকর্মী।

সোমবার (২০ মে) দুপুরে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে তথ্য অধিকার বিধিমালার বিধি-৩ এর নির্ধারিত ‘ফরম-ক’ পূরণ করে এই তথ্য জানতে চান তিনি।

সালেহিন সংবাদমাধ্যমে বলেন, শুধুমাত্র কর্মকর্তা-কর্মচারীদের ‘স্যার’ সম্বোধন না করার কারণে এই দেশের নাগরিকরা প্রতিনিয়ত সরকারি দপ্তরগুলোতে দুর্ব্যবহারের শিকার হন।

তিনি বলেন, রাষ্ট্রের একজন কর্মচারী হয়ে জনগণের সাথে তারা কেন এমনটা করেন বোধগম্য হয় না। তাই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমি তথ্য অধিকার আইনে জানতে চেয়েছি- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধনে কোন আইন বা বিধি আছে কী না। যদি না থাকে তবে সুনামগঞ্জ কালেক্টরেটে কর্মরতদের নাগরিকরা কী বলে ডাকবেন- সেই বিষয়টি যাতে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Close
Close