দেশজুড়েপ্রধান শিরোনাম

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলেই তাৎক্ষণিক ধরা না হয়: আইনমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর পরই যেন সাংবাদিকদের গ্রেপ্তার করা না হয় সে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বলেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি।

আনিসুল হক বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলেই যাতে তাৎক্ষণিক ধরা না হয়, বিষয়টি তাকে বলা হয়েছে, এতে তিনিও সায় দিয়েছেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে আমরা কঠোর হচ্ছি। যারা ভবিষ্যতে এর অপব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাক-স্বাধীনতা বা সংবাদপত্রের স্বাধীনতা হরণের জন্য এ আইন করা হয়নি বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, এই আইনে মামলা নেওয়া হবে কি না, সেটা এর আগে যাচাই করতে হবে। সন্তুষ্ট হলে পরে মামলা নেওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Close
Close