ধামরাইপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভার-ধামরাইয়ে হোম কোয়ারেন্টিনে থাকা ৭৫ জনকে ছাড়পত্র

নিজস্ব প্রতিবেদক: সাভার ও ধামরাইয়ে প্রবাসীসহ বিভিন্ন হোম কোয়ারেন্টিনে থাকা ৭৫ জনকে ছাড়পত্র দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা।

সোমবার (৩০ মার্চ) মুঠোফোন এই তথ্য নিশ্চিত করেন সাভার ও ধামরাই উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাগন।

সাভার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, সাভার-আশুলিয়া বিভিন্ন সময়ে হোম কোয়ারেন্টিনে থাকা ৭২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে সাভারে ১১১ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে।

তিনি আরও জানান, গতরাতে ( ২৯ মার্চ) করোনা সন্দেহে সাভারের আমিনবাজার থেকে একজন বয়স্ক ব্যক্তিকে ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহ ও পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

অপরদিকে ধামরাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত জানান, ধামরাইয়ে হোম কোয়ারেন্টিনে থাকা ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

এ বিষয়ে ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা সামিউল হক জানান, ধামরাইয়ে প্রবাসীসহ বর্তমানে ২০৫ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close