প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে চোরাই ইলেকট্রিক তারসহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ সাভারের মধুমতি মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৫০০ কেজি চোরাই ইলেকট্রিক তারসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতারকৃতরা হলেন, এমদাদুল ইসলাম, নাসির ও লোকমান হোসেন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) অভিযানের বিষয়টি র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, র‍্যাব-৪ এর গোয়েন্দা দলের অনুসন্ধানে জানা গেছে, দেশের বিভিন্নস্থান থেকে চোরাই বিদ্যুতের তার সাভারের মধুমতি মডেল টাউন এলাকায় এনে উপরের রাবার খুলে ও কেটে টুকরো টুকরো করে ট্রাক ভর্তি করা হতো। এরপর রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন সিলভার কারখানায় এগুলো বিক্রি করা হতো। র‍্যাবের অভিযানে ৮৫০ কেজি চোরাই তার, ৪টি তার কাটার মেশিন ও একটি ওজন মাপার মেশিন উদ্ধার করা হয়। এ সময় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে পল্লি বিদ্যুতের তার চুরি করে এখানে আনা হয়। এরপর প্রসেস করে কেজি দরে বিক্রি করা হয়। র‍্যাবের অভিযানে তারা জানিয়েছে এই তার তারা নিলামে কিনেছে কিন্তু তার কোনো প্রমাণ নেই।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানিয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ইলেকট্রিক তার চুরি করে সাভারসহ ঢাকার অন্যান্য স্থানে স্বল্প মূল্যে বিক্রয় করতো। তাদের বিরুদ্ধে সাভার থানায় চোরাই মাল বিক্রি ও মজুদের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close