প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: সাভারে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৪ এর একটি দল। এসময় মাদকের চালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে সাভারে রাজ ফুলবাড়িয়ায় রাজাঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনা বেচার সময় তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত পিকআপ ভ্যান ( ঢাকা মেট্রো-ন-১৩-৬৮৮৬ ) তল্লাশী করে ২৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটকৃতরা হলো- দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার দৌরপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনর ছেলে মোঃ আমজাদ হোসেন (৪৪) ও অপরজন একই থানার দাদুল পশ্চিমপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো. নাইম ইসলাম।

এ বিষয়ে  র‌্যাব  -৪ এর সিপিসি-২ ক্যাম্পের অধিনায়ক মেজর শিবলী মোস্তফা জানান, আসামীরা দিনাজপুর জেলার সীমান্ত দিয়ে ভারতীয় এই ফেন্সিডিল আমদানী করে ঢাকার বিভিন্ন জায়গায় খুচরা বিক্রেতার কাছে সরবরাহ করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close