দেশজুড়েবিশেষ প্রতিবেদনশিক্ষা-সাহিত্য

বুয়েট ছাত্রলীগ সভাপতি – সম্পাদকের কক্ষ সিলগালা

ঢাকা অর্থনীতি ডেস্ক :  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি জামী-উস সানি ও সাধারণ সম্পাদক আবরার হত্যা মামলার আসামি মেহেদী হাসান রাসেলের  কক্ষ সিলগালা করে দিয়েছে প্রশাসন।

এছড়া দুটি হলে আরও দুইটি কক্ষ সিলগালা করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি প্রকাশের পরই এ পদক্ষেপ নেওয়া হয়।

কর্তৃপক্ষ জানায়, ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণার পর থেকে যেসব কক্ষে প্রাক্তন ও চার সিটের কক্ষে দু-একজন ছাত্র তাদের বিরুদ্ধে এ অভিযান চলছে।

আহসান উল্লাহ হলের ১২১ নম্বর কক্ষ, জামী-উস সানির ৩২১ নম্বর কক্ষ, বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আবরার হত্যা মামলার আসামি মেহেদী হাসান রাসেলের ৩০১২ নম্বর কক্ষ সিলগালা করা হয়েছে। এসব কক্ষ রাজনৈতিক কাজে ব্যবহার করা হতো। অন্যান্য হলের ছাত্রলীগের ব্যবহৃত কক্ষগুলোও আগামীকালের মধ্যে সিলগালা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক মিজানুর রহমান জানান, তিনটি রুম সিলগালা করা হয়েছে। অছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

/ আরজে

Related Articles

Leave a Reply

Close
Close