দেশজুড়েপ্রধান শিরোনাম

করোনায় আক্রান্তে ইতালিকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন ৩৯ জন। এর মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ৭ জন। এই সময়ে ২ হাজার ৯৭৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪ জন।

আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে ইতালিকে ছাড়িয়ে বিশ্বে করোনা সংক্রমিত দেশের তালিকায় ১৫ তম স্থানে এখন বাংলাদেশ। ইতালিতে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৮০৩ জন।

দেশে করোনায় সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৩০৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Close
Close