করোনাদেশজুড়েসাভারস্থানীয় সংবাদ

সাভারে বাবা-ছেলে করোনায় আক্রান্ত, সংখ্যা বেড়ে ২৬

নিজস্ব প্রতিবেদক: সাভারে নতুন করে আরও দুইজন আক্রান্ত হয়েছে। আক্রান্ত দুইজন বাবা ও ছেলে। এ নিয়ে সাভারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬ জন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, নতুন করে বাবা ও ছেলে আক্রান্ত হয়েছে। তারা দুইজন আশুলিয়ার বাসিন্ধা। তাদের মিরপুর মাতৃসনদ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান এ নিয়ে সাভারে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬ জন হয়েছে। এরআগে ২৮ এপ্রিল ২৫ জন বলা হলেও রাজশাহীর একজন আত্রান্ত সাভারে এসেছিল। ফলে তার গণনা সাভার থেকে কমিয়ে ২৪ জন করা হয়েছে। তাই সর্বশেষ সাভারে ২৬ জন। এই তালিকার মধ্যে কাউন্দিয়ার মৃত ব্যক্তি রয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক জিয়াউল হক জানান, আশুলিয়ার দুইজন করোনা রোগীকে ঢাকা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে।  তারা যে বাড়িটিতে বসাবাস করতেন সেটি লকডাউন করা হয়েছে। আক্রান্ত দুইজন বাবা ও ছেলে সিরাজগঞ্জে গ্রামের বাড়ি তারা আশুলিয়া ভাড়া থাকেন।

Related Articles

Leave a Reply

Close
Close