ধামরাইপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভার-ধামরাইয়ে ৪৮ জনের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক: সাভার ও ধামরাইয়ে করোনাভাইরারাসে আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে তাঁদের কেউই করোনাভাইরাসে আক্রান্ত নন।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত সাভার ও ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এ পর্যন্ত ৪৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ৪৪ জনের শরীরের করোনার উপস্থিতি পাওয়া যায়নি। চার জনের পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি।

ধামরাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফাত আরা বলেন, যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে তাঁদের প্রত্যেকের জ্বর, কাশি, গলাব্যাথা ও সর্দিসহ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ছিল।

কিন্তু নমুনা পরীক্ষা করে দেখা গেছে তাঁরা কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন।

সাভারের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, রাজধানীর খুব কাছের এলাকা সাভার এখনও করোনামুক্ত রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close