প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

সারাদেশের বিদ্যালয়ে ভর্তির লটারি ১১ জানুয়ারি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সারাদেশের বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন ও লটারির দিন পরিবর্তন করা হয়েছে। আগামী আগামী ৭ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করার পাশাপাশি লটারি অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি।

সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসজনিত (কোভিড-১৯) অতিমারি পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ২০২১ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য ডিজিটাল লটারি করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু আদালতে রিট পিটিশনের কারণে হাইকোর্ট বিভাগের নির্দেশনায় গত ২৯ ডিসেম্বর ডিজিটাল লটারির অনুষ্ঠান বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিত করা হয়। একই সঙ্গে অনলাইনে আবেদনের তারিখে পরিবর্তন আনা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এরই মধ্যে বয়সের কারণে যেসব শিক্ষার্থীরা আবেদন করতে পারেননি তারা এখন আবেদন করতে পারবে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে আবেদনের জন্য সফটওয়্যার খুলে দেয়া হয়েছে। আগামী ৭ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সফটওয়্যার চলমান থাকবে। আর আগামী ১১ জানুয়ারি ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close