দেশজুড়েপ্রধান শিরোনাম

সিনহা হত্যাঃ জবানবন্দি দিতে আদালতে এসআই নন্দ দুলাল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অন্যতম প্রধান আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া এসআই নন্দ দুলাল রক্ষিত ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন। এ জন্য সোমবার সকাল সোয়া ১০টার দিকে তাকে র‌্যাবের গাড়িতে করে কক্সবাজার আদালতে নেয়া হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে নন্দ দুলাল রক্ষিতকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে নেয়া হয়। আদালতে নেয়ার আগে সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

রোববার একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সিনহা হত্যা মামলার ১ নম্বর আসামি ও টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির বরখাস্ত হওয়া পরিদর্শক লিয়াকত আলী। তিনি বর্তমানে জেলা কারাগারে আছেন।

মামলার তদন্ত সংস্থা র‌্যাব-১৫ কক্সবাজারের এএসপি খাইরুল ইসলাম জানান, রিমান্ডে সিনহা হত্যাকাণ্ডের ব্যাপারে এসআই নন্দ দুলাল রক্ষিত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছেন। তাই নন্দ দুলালকে আদালতে নেয়া হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close