দেশজুড়ে

সিলেটে ইউপি চেয়ারম্যান মনফর অস্ত্রসহ গ্রেফতার

পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) বিতর্কিত চেয়ারম্যান মনফর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় সদর উপজেলার ইসলামগঞ্জ বাজারস্থ ইউপি কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি অবৈধ পিস্তল উদ্ধার করা হয়।

সূত্রে জানা গেছে, মনফর ও তার বাহিনী সিলেট সদরের সিঙ্গেরখাল নদীতে পাথরবাহী বিভিন্ন নৌকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গত জুনে জালালাবাদের খাসরগাঁও এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে চেয়ারম্যান মনফরের বাহিনী। পরবর্তীতে ২৫ জুলাই একটি মামলায় তার সহযোগীকে ধরতে গেলে আবারও পুলিশের ওপর গুলি ছোঁড়েন মনফর। এ সময় কয়েকজন পুলিশ আহত হন। এসব ঘটনায় মামলা হলেও তিনি প্রকাশ্যে চাঁদাবাজি ও ইউনিয়ন অফিসের কাজ করে আসছিলেন।

জালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওকিল উদ্দিন আহমদ জানান, পুলিশের ওপর গুলিবর্ষণ ও অস্ত্র আইনে দুটি মামলাসহ মনফরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close