খেলাধুলা

সুপার কাপের ফাইনালে বার্সা

ঢাকা অর্থনীতি ডেস্ক: শুক্রবার (১২ জানুয়ারি) পরের রাতেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও ২-০ ব্যবধানের জয় পেয়েছে ওসাসুনার বিপক্ষে। ফলে তারাও পৌঁছে গেছে সুপার কাপের ফাইনালে। আগের রাতেই অ্যাটলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ের শেষ মঞ্চে পা রাখে কার্লো আনচেলত্তির দল।

এদিন, রিয়াদের কিং সাউদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল কাতালান জায়ান্টদের। অষ্টম মিনিটে ফেররান তোরেসের শট লক্ষ্যভ্রষ্ট হয়। মিনিট পাঁচেকের মাথায় রবার্ট লেভানডোভস্কির নেয়া শটও ফিরিয়ে দেন গোলরক্ষক। ২৮ মিনিটে সহজ সুযোগ মিস করেন সার্জিও রবের্তো। ম্যাচের ৩৯ মিনিটে গোলের প্রথম সুযোগ তৈরি করে ওসাসুনা। কিন্তু আন্তে বুদিমিরের শট প্রতিহত করেন বার্সা গোলরক্ষক।

বিরতির পর গুনদোয়ানের থ্রু বল ধরে দারুণ ফিনিশিংয়ে ডেডলক ভাঙেন লেভানডোভস্কি। ৬৮ ও ৭৮ মিনিটে গোলের আরও দু’টি সুযোগ নষ্ট হয় বার্সেলোনার। তবে যোগ করা সময়ে বদলি ফরোয়ার্ড ইয়ামালের গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

ফাইনালে আগামী রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে কাতালান দলটি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close