বিশ্বজুড়ে

সোনা-রুপা নয়, চোরের নজর পেঁয়াজে!

ঢাকা অর্থনীতি ডেস্ক: পেঁয়াজের আকাশচুম্বি দামের কারণে এবার স্বর্ণ-রৌপ্য নয় রান্নাঘরের পেঁয়াজের উপর চোখ পড়েছে চোরের। বাড়ছে পেঁয়াজ চুরির ঘটনা।

ভারতে পেঁয়াজের দাম বাড়ার পর পুনের একাধিক জায়গায় ঘটেছে পেয়াজ চুরির ঘটনা। খবর ভারতীয় সংবাদমাধ্যম এই সময়’র।

শুক্রবার পুনের আম্বেগাঁও তুলুকের নাথাচিওয়াড়িতে এক খামড়ির গুদাম থেকে প্রায় ২ হাজার কেজি পেঁয়াজ চুরি করে নিয়ে যায় চোরেরা। এরপর দিনই তাভারেওয়াড়িতে চুরি যায় কৃষক দত্তাত্রেয় তাভড়ের ৬০০ কেজি পেঁয়াজ। নাথাচিওয়াড়িতে আরেক খামার থেকে চুরি যায় প্রায় ২ টন পেঁয়াজ।

চুুরি যাওয়া এসব পেঁয়াজের বাজার মুল্য প্রায় ১ লক্ষ টাকার কাছাকছি। এই বিষয়ে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। গ্রামবাসীরাও রাত জেগে ক্ষেতে পাহারা দিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Close
Close