দেশজুড়ে

স্কুলছাত্রীকে অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঝালকাঠিতে স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় দায়ের হওয়া মামলায় এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শেখ খালেদ মোর্শেদ বরিশাল নগরের আলেকান্দা এলাকার ইফতেখার রসুলের ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি ঝালকাঠি শহরের লঞ্চঘাট এলাকা থেকে নবম শ্রেণির এক ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় শেখ খালেদ মোর্শেদ। এ ঘটনায় ছাত্রীর ভাই বাদী হয়ে ওই বছরের ১৭ ফেব্রুয়ারি ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেন।

ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Close
Close