প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

স্কুলে এবার সকল শ্রেণিতে লটারিতে ভর্তি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ স্কুলে এবার সকল শ্রেণিতে ভর্তি লটারিতে হবে বলে সংবাদ সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী  করোনার কারণে লটারিতে ভর্তির এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী অনলাইনে মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এলাকাভিত্তিক ভর্তির কোটা বাড়ছে ৫০ ভাগ।

প্রতিবার শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করা হলেও এ বছর তাতে পরিবর্তন আনা হচ্ছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের সমাগম এড়াতে এ বছর প্রথম থেকে অষ্টম পর্যন্ত সব শ্রেণিতেই লটারির মাধ্যমে ভর্তি করানো হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশে বর্তমানে ৬৮৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে রাজধানীতে রয়েছে ৪২টি। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৯ হাজার ৪২১টি। এরমধ্যে ১৬ হাজার ৭৭৫টি এমপিওভুক্ত এবং দুই হাজার ৬৪৬টি নন-এমপিও প্রতিষ্ঠান।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close