বিশ্বজুড়ে

স্ত্রীকে কটূক্তি করায় ৩ সহকর্মীকে গুলি করে হত্যা করলেন পুলিশ সদস্য

ঢাকা অর্থনীতি ডেস্ক: স্ত্রীর ব্যাপারে অশালীন মন্তব্য করেছেন সহকর্মীরা। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি নয়াদিল্লিতে কর্মরত সিকিমের একজন পুলিশকর্মী। ক্ষোভে তিন সহকর্মীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে।

এনডিটিভি জানিয়েছে, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে।

রাগের মাথায় সহকর্মীদের হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি।

পুলিশ জানিয়েছে, তিন সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন পুলিশ সদস্য প্রবীণ রায়। সিকিম রাজ্যের বাসিন্দা হলেও প্রবীণ বর্তমানে দিল্লিতে কর্মরত রয়েছেন।

স্পেশাল কমিশনার (আইন-শৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক জানান, আত্মসমর্পণের পর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত প্রবীণ দাবি করেছেন- তার স্ত্রীর সম্পর্কে অশালীন কথা বলেছিলেন সহকর্মীরা।

প্রবীণ রায়য়ের দাবি, তাকে মানসিক চাপ দিতেই এমনটা করছিলেন অন্য পুলিশ সদস্যরা। তখন মেজাজ খারাপ হয়ে তাদের গুলি করেছেন প্রবীণ। তবে কাজটা যে ঠিক হয়নি, তা সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছেন তিনি। সেই কারণে আত্মসমর্পণ করেছেন বলে দাবি করেছেন প্রবীণ।

ডেপুটি কমিশনার প্রণব তয়াল বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশের তিন কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় দেখা যায়। তাদের মধ্যে দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় বিএসএ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।/সূত্র: এনডিটিভি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close