দেশজুড়ে

স্থানীয় সরকারসহ সকল সিটি করপোরেশন ও পৌরসভার ছুটি বাতিল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ স্থানীয় সরকার বিভাগসহ দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের সাপ্তাহিক ও সরকারি সকল ছুটি বাতিল করা হয়েছে।

যথাযথ বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড় তদারকির মাধ্যমে মশক নিধন অভিযান সফল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানানো হয়েছে।

এলজিআরডি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে স্থানীয় সরকার, সিটি করপোরেশনসহ বিভিন্ন মন্ত্রণালয় এডিস মশার লার্ভা ধ্বংসে ও জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

মশক নিয়ন্ত্রণে এসব কার্যক্রমের তত্ত্বাবধান ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এই ছুটি বাতিল থাকবে।

Related Articles

Leave a Reply

Close
Close