দেশজুড়ে

স্বরাষ্ট্রমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ডেপুটি জেলার প্রত্যাহার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে সাতক্ষীরা কারাগারের ডেপুটি জেলার ডলি আক্তার ওরফে জলি মেহেজাবিন খানকে প্রত্যাহার করা তাকে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) তাকে কারা অধিদপ্তরে সংযুক্তির আদেশ দেওয়া হয়।

৩ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৯ মিনিটে জলি মেহেজাবিন খান নামের ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ৫৬তম ব্যাচ কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি। এ অনুষ্ঠানের ধারাভাষ্যকার হিসেবে আপনাদের সঙ্গে আছি আমি…………।

ছবিতে কমেন্ট করেন অনেকেই। এর মধ্যে শারমিন ববি নামের একজন মন্তব্য করেছেন, ‘আফা মন্ত্রী বানানটা একটু ঠিক করে দেন, না হলে কিন্তু মাননীয় মন্ত্রী মাইন্ড খাইতে পারে।’

এ কমেন্টের প্রতিউত্তরে সাতক্ষীরার ডেপুটি জেলার ডলি আক্তার ওরফে জলি মেহেজাবিন খান লিখেছেন, ‘আমি চাটুকারিতা একদম পছন্দ করি না আফা (আপা), চাকরি করি জেলখানায়, এ রকম বহু নামি-দামি ব্যান্ড (ব্র্যান্ড) ভেতরে আসলে বিলাই (বিড়াল) হয়ে যায়…যাই হোক, স্পেলিং মিসটেক হয়েছে এবং সেটা অনিচ্ছাকৃত।’

Related Articles

Leave a Reply

Close
Close