দেশজুড়েপ্রধান শিরোনাম

রাজধানীতে শুরু হলো রাওয়া বইমেলা

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন হলে প্রফেসর ইমেরিটাস ড. সিরাজুল ইসলাম চৌধুরী ২ দিনব্যাপী রাওয়া বইমেলা-২০২১-এর উদ্বোধন করেছেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে এতে স্বাগত বক্তব্য প্রদান করেন, মেম্বার লাইব্রেরি অ্যান্ড পাবলিকেশন কর্নেল খালেদা পারভীন।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন, রাওয়া ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান ও রাওয়া চেয়ারম্যান মেজর জেনারেল আলাউদ্দীন মোহাম্মদ আবদুল ওয়াদুদ।

অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বই শুধু বন্ধু নয়, বই শক্তিও জোগায়। যত দিন মানুষ থাকবে, তত দিন বই থাকবে। বই হচ্ছে প্রাণের প্রতীক। মেলায় দেখা মেলে ছোট্ট সোনামনিদেরও।

আলোচনা শেষে প্রফেসর ইমেরিটাস ড. সিরাজুল ইসলাম চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেন রাওয়া চেয়ারম্যান মেজর জেনারেল আলাউদ্দিন মোহাম্মদ আবদুল ওয়াদুদ। বেশকিছু বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

উদ্বোধন শেষে মেলার স্টল ঘুরে দেখেন অতিথিরা। মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। মেলায় মোট ৫০টি স্টলে বই বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close