দেশজুড়ে

স্বর্ণ চুরির দায়ে বেনাপোল কাস্টমসের ৫ সদস্য বরখাস্ত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বেনাপোল কাস্টমস হাউজের লকার থেকে ১৯ কেজি ৩৮০ গ্রাম স্বর্ণ চুরির ঘটনায় ইন্সপেক্টরসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য বেনাপোল পোর্ট থানায় নেওয়া হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাত ১১টায় প্রাথমিক তদন্ত শেষে ডিএসবি’র এএসপি তৌহিদুর রহমান আনুষ্ঠানিকভাবে এ তথ্য সাংবাদিকদের জানান।

এএসপি তৌহিদুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ইন্সপেক্টর সাইফুল, সিপাই পারভেজ ও এনজিও সদস্য আজিবর, মহব্বত, সুরত আলীকে থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, লকারে জব্দকৃত প্রায় ৩০ কেজির মতো স্বর্ণবার ও বৈদেশিক মুদ্রা ছিল। সেখান থেকে ১৯ কেজি ৩৮০ গ্রাম স্বর্ণবার চুরি হয়েছে।

গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত থেকে সোমবার (১১ নভেম্বর) ভোরের মধ্যে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটেছে।

Related Articles

Leave a Reply

Close
Close