তথ্যপ্রযুক্তি

স্মার্টফোন কিনবেন?

ঢাকা অর্থনীতি ডেস্ক: স্মার্টফোন কেনার কথা ভাবেছেন? কিন্তু বাজারে এত স্মার্টফোনের ভিড়ে কোনটা যে আসলেই  ভালোসেটা বুজে উঠা সত্যি অনেক কষ্টসাধ্য। সাধারণত প্রথম দেখায় যে কোন স্মার্টফোনের দাম ও ক্যামেরার কোয়ালিটির উপর নির্ভর করেই স্মার্টফোনের ভালো মন্দ বিচার করে থাকি। কিন্তু আসলেই কি তাই একটি স্মার্টফোনের দাম ও ক্যামেরার কোয়ালিটির উপরই কি সব ভালো মন্দ নির্ভর করে, মোটেও কিন্তু তা নয়। দামি মোবাইল মানেই ভালো সেটা কিন্তু কখনোই ঠিক নয়।

কিছু মৌলিক বিষয় রয়েছে যে বিষয়গুলো লক্ষ রেখে স্মার্টফোন কিনলেই আপনি খুব সহজেই স্মার্টফোনের ভালো মন্দ বিচার করে আপনার জন্য সেরা ও সবচেয়ে ভালো স্মার্টফোনটিই কিনতে পারবেন।

১. যে কোন স্মার্টফোন কিনার আগে সবার প্রথমে দেখতে হবে সেটার প্রসেসর । কারণ একটি স্মার্টফোনের পারফরমেন্স পুরোটাই নির্ভর করবে তার প্রসেসরের উপর। স্মার্টফোনের জন্য সবচেয়ে ভালো হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ এবং ৮১০ প্রসেসর। এটা সম্ভব না হলেও অবশ্যই একটি ভালো প্রসেসর স্মার্টফোনে নিশ্চিত করুন।

২. যে স্মার্টফোনটি কিনতে যাচ্ছেন তার র‌্যাম কমপক্ষে ২জিবি হতে হবে। ৪জিবি হলে আরো ভালো। কারণ একটি ভালো স্মার্টফোন কিনার পর আপনার ফোনটি শ্লো কাজ করুক এটা আপনি কখনোই চাইবেন না।

৩. অবশ্যই খেয়াল রাখুন ফোনের ডিসপ্লেটির রেজুলেশন যেন ভালো হয়। চেষ্টা করবেন অ্যামোলেড ডিসপ্লের ফোন কিনতে । তা সম্ভব না হলেও অন্ততপক্ষে যেন ১২৮০x৭২০ পিক্সেলের হয়।

৪. এরপর যে বিষয়টা দেখতে হবে সেটা হলো ব্যাটারি। আমরা জানি স্মার্টফোনে প্রয়োজনের তুলনায় একটু বেশিই ব্যাটারির ব্যাকআপ দরকার হয়। তাই আপনি যে স্মার্টফোনটি কিনতে যাচ্ছেন তার ব্যাটারি যেন কমপক্ষে ৩০০০ এমএএইচ হয়।

৫. স্মার্টফোনে স্টোরেজটা গুরুত্বপূর্ণ । তাই কমপক্ষে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এমন স্মার্টফোন কিনুন। এবং অবশ্যই এক্সর্টারনাল স্টোরেজ এড করা যায় এমন ফোন বাছাই করুন।

৬. অবশ্যই ৪জি সুবিধা রয়েছে এমন ফোন বাছাই করুন।

৭. স্মার্টফোনের কিছু বেসিক ফিচার্স যেমন : GPS, WiFi, Wifi hotspot, android latest version, ইত্যাদি যেন বিদ্যমান থাকে।

৮. অবশ্যই ভালো মানের ফন্ট ও ব্যাক ক্যামেরা নিশ্চিত করুন । কারণ এখন অনেকে স্মার্টফোন কিনে থাকে শুধু মাত্র ছবি তোলার জন্য তাই একটু ভালো ক্যামেরা যেন ফোনটিতে থাকে।

উপরোক্ত বিষয়গুলো যদি আপনি খেয়াল করে স্মার্টফোন বাছাই করেন তাহলে অবশ্যই আপনি আপনার জন্য একটি সেরা স্মার্টফোন কিনতে পারবেন।

তথ্যসূত্রঃ বিডিস্টল

Related Articles

Leave a Reply

Close
Close