দেশজুড়ে

সড়ক সংস্কার দাবিতে পরিবহন ধর্মঘট

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জয়পুরহাটের তিনটি আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্নের দাবিতে আন্দোলনে নেমেছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন।

দ্রুত বেহাল দশার সড়ক সংস্কার দাবিতে বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল থেকে পরিবহন ধর্মঘট পালন করেছেন তারা। সকাল থেকে শুরু হওয়া ধর্মঘট চলবে সন্ধ্যা পর্যন্ত।

এ ব্যাপারে জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জয়পুরহাট-মোকামতলা, জয়পুরহাট-আক্কেলপুর ও জয়পুরহাট-ক্ষেতলাল এ তিনটি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়নের কাজ ২০১৮ সালের জানুয়ারি মাসে শুরু হয়। দরপত্র অনুযায়ী যা শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুন মাসে। কিন্তু কাজ শেষ না হওয়ায় ওই সড়কগুলোতে বর্ষার পানি জমে কাঁদা পানিতে একাকার হয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচল করতে পারছে না।

অন্যদিকে সড়কগুলোর দুই পাশের গাছগুলো আগে-ভাগে কেটে পুরো সড়কের পুরনো পিচঢালাই তুলে ফেলা কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার পাশাপাশি প্রায়ই বিকল হয়ে পড়ছে বিভিন্ন যানবাহন। তাই সড়কগুলো দ্রুত সংস্কারের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন যৌথভাবে আন্দোলনে নেমেছে।

এ ধর্মঘটের পরও যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক না নড়ে, তাহলে গোটা উত্তরবঙ্গে পরিবহন ধর্মঘট পালন করার পরিকল্পনা রয়েছে তাদের বলেও জানান এ শ্রমিক নেতা।

এ ব্যাপারে জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভির সিদ্দিক  বলেন, ঠিকাদারদের কারণেই কাজগুলো সম্পন্ন করা যায়নি। আমরা দ্রুত সময়ের মধ্যে কাজগুলো শেষ করার চেষ্টা করছি।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close