বিনোদন

হজ করছেন আতিফ আসলাম

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সারাবিশ্বের প্রায় ১৮০টি দেশের ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান এবার পবিত্র হজে অংশ নিয়েছেন। শনিবার (১০ আগস্ট) থেকে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা।

এবার উপমহাদেশের নন্দিত কণ্ঠশিল্পী আতিফ আসলাম হজ করছেন। হজে অংশ নেওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন আতিফ।

ফেসবুকে তিনি লেখেন, ‘আপনাদের সবার সঙ্গে একটি খবর শেয়ার করতে পেরে আমি আনন্দিত। আমার স্বপ্ন পূরণ করতে হজ করতে যাচ্ছি। যাওয়ার আগে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার এই হজযাত্রা কোনও রকম ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে না।’

এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু বিতর্ক শুরু হলো এর পরের কথাগুলো নিয়ে। ফেসবুকে আতিফ আরও লিখেছেন, ‘কাশ্মীরের ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি কাশ্মীরের মানুষদের জীবনকে রক্ষা করুন!’

আরও একটি পোস্টে তিনি লেখেন, ‘কাশ্মীরিদের ওপর যে অত্যাচার এবং স্বৈরশাসন চালানো হচ্ছে, তার তীব্র নিন্দা করছি। আল্লাহ নিরপরাধ কাশ্মীরিদের রক্ষা করুন।’

তবে এই কথাগুলো অতিফকে বিতর্কের মুখে ফেলেছে। তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন বলিউডে গান গেয়ে। একের পর এক হিট গান উপহার দিয়েছেন তিনি দর্শক-শ্রোতাদের। তবে ফেসবুকে নিজের হজ যাত্রার সঙ্গে ভারতের কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করে পোস্টটি করার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close