খেলাধুলা

২৭ গোলে জেতার পরও কোচ বরখাস্ত!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দল হেরে গেলে কোচকে বরখাস্ত করার ঘটনা স্বাভাবিক। ছোট-বড় ক্লাব থেকে জাতীয় দলেও এই রীতি প্রযোজ্য। কিন্তু দল জিতলে কোচ বরখাস্ত! এমন বিস্ময়কর ঘটনা বিরলই বটে। ইতালিয়ান জুনিয়র লিগে এক ম্যাচে প্রতিপক্ষকে ২৭-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করার পর বরখাস্ত হয়েছেন বিজয়ী দলটির কোচ রিচ্চিনি। প্রতিদ্বন্দ্বী মারিনা কালসিওর বিপক্ষে গ্রোসেটোর ক্লাবটি বড় এই জয় তুলে নেয়।

এই জয়ের পর ক্লাবটির সভাপতি পাওলো ব্রোগেলি গণমাধ্যমে দেয়া এক বিবৃবিতে বলেছেন, ‘২৭ গোলের এই জয় কোনোভাবেই মেনে নেওয়া যায়না। এতে করে আমরা প্রতিদ্বন্দ্বী দলটিকে রীতিমত অপমান করেছি। জুনিয়র দলগুলোর জন্য এই ধরনের কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। আমাদের কাছে জুনিয়র দলগুলোর মূল্য অনেক বেশি। তারা এখান থেকে অনেক কিছু শিক্ষা পায়। কিন্ত আজ যেটা হয়েছে তা আমি মেনে নিতে পারছি না। সভাপতি হিসেবে মারিনা দলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি ও কোচ রিচ্চিনিকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি।’

গত মাসেই প্রতিপক্ষের জালে ৬১ গোল দেওয়ায় প্লেইনেজ আমেরিকান ফুটবল দলের কোচ রব শাভেরকে এক ম্যাচ বরখাস্ত হয়েছিল। ২৫ অক্টোবরের সেই ম্যাচে প্লেইনেজ হাইস্কুলের প্রতিপক্ষ ছিল সাউথ শোর। রবের দল সে দিন ৬১-১৩ ব্যবধানে হারিয়ে দেয় সাউথ শোরকে। এত বেশি গোল দেওয়ায় নাকি লিগের ‘লপসাইডেড স্পোর্টস পলিসি’ ভঙ্গ হয়েছে। সেই কারণেই কোচকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে। সে দেশের স্কুল প্রতিযোগিতায় ৪২ পয়েন্টের বেশি ব্যবধানে কোনো দলকে হারালে জয়ী দলের কোচকে সেই জয়ের ব্যাখ্যা দিতে হয়।

Related Articles

Leave a Reply

Close
Close