দেশজুড়ে

হত্যা মামলায় মিথ্যা সাক্ষী দিয়ে ইউপি মেম্বার কারাগারে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বরিশালে একটি শিশু হত্যা মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার সময় বিদ্যানন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে অপরাধ দমন ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) লস্কর নুরুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কেএম শহীদ আহম্মেদ এ আদেশ দেন। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত তাকে নিরাপদ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

হুমায়ুন উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং মৃত মোবারক আলী সিকদারের ছেলে।

স্পেশাল পিপি লস্কর নুরুল হক জানান, ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি কাজীরহাট থানা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। আব্দুল লকিতুল্লাহ দুয়ারির স্ত্রী কণা বেগম ও তার চাচাতো ভাই শাহিনের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় তারা রনিকে (১১) গলায় রশি পেঁচিয়ে হত্যা করে। পরে কণা তার ছেলে রনির গলায় সাপে কেটেছে বলে প্রচার করে। এ ঘটনায় ওই দিনই কাজীরহাট থানায় নিহত রনির বাবা আব্দুল লকিতুল্লাহ তার স্ত্রী কণা, শাহিন নলি ও রুহুল আমিন নলির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

একই বছর ১৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই নজরুল ইসলাম মৃধা ওই ৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। মামলাটি বিচারের জন্য জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। মঙ্গলবার মামলার সাক্ষ্য নেওয়ার সময় ইউপি সদস্য হুমায়ুন কবির সিকদার শপথ পাঠ করে মিথ্যা সাক্ষ্য দিলে বিষয়টি ট্রাইব্যুনালের দৃষ্টিতে আনেন স্পেশাল পিপি। একই সঙ্গে তিনি ইউপি সদস্যকে হেফাজতে নেওয়ার অনুরোধ করেন।

ট্রাইব্যুনালের বিচারক তাৎক্ষণিক ইউপি সদস্য হুমায়ুনকে পরবর্তীতে সঠিক সাক্ষ্য দেওয়ার জন্য ১৮ নভেম্বর পর্যন্ত কারাগারের নিরাপদ হেফাজতে রাখার নির্দেশ দেন।

Related Articles

Leave a Reply

Close
Close